আমাদের দেশে চলমান "কোর্স সিস্টেম এর পুরো Dark Side !!

 


গত অক্টোবর মাসে আমরা একটা পরিসংখ্যান এর জন্য আপনাদের মাঝ থেকে রিভিউ নিয়েছিলাম " বাংলাদেশে চলমান কোর্স গুলো নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? কী কী উদ্যোগ নেওয়া হলে আপনি মনে করেন এর সমাধান পাওয়া সম্ভব?! "
সেখানে আপনাদের মতামত অনুযায়ী, ৯৫% মানুষই মনে করেন বাংলাদেশ এ চলমান কোর্স গুলোর মাঝে বেশিরভাগ ই মানসম্পন্ন নয় এবং পুরোনো ধাচের হওয়াই জব মার্কেটে মিল খুঁজে পাওয়া যায় না।
রিভিউ গুলো নিজেরাই দেখে নিতে পারেন, লিঙ্কঃ https://docs.google.com/spreadsheets/d/1P2XHYb09ZqAt0LSSTUJrH_tLOPG4ZeJ2mDCv-KQzBZc/edit?usp=drivesdk
 
বাংলায় করানো কোর্স গুলোর মানসম্মত না হওয়ার পেছনে মূল কারণ হলো " নতুন বিষয় গুলো নিয়ে গবেষণার অভাব, যে যা পারে তা নিয়েই একটা সিলেবাস বানিয়ে ইচ্ছেমতো কোর্স ফি হাকিয়ে দরদাম ও অফার বানিয়ে কোর্স বিক্রি করতে শুরু করে দিয়েছে! "
অথচ দেশে চলমান বেশিরভাগ কোর্সই মার্কেট প্লেস এর চাহিদার তুলনায় কেবল ১২ % বলা চলে..
এ নিয়ে বিস্তারিত একটি পোস্ট আমার রয়েছে, প্রমাণ সহ সেখানে তুলে ধরার চেষ্টা করেছি বাস্তবিক অর্থে দেশে চলমান বাংলায় করানো কোর্স গুলো কতটা Effective!!
এবার আসি বেশ কিছু Dark Side নিয়ে যা বাংলাদেশে চলমান মানসম্পন্ন EdTech Company গুলোর জন্য যেমন হুমকিস্বরূপ তেমনই জাতি গঠনেও বাঁধা!!
তো এবার চলুন জেনে নিই
- কেন এ দেশে কোর্স গুলোর ফি হয় হাজার হাজার টাকা এবং কীভাবে তা নির্ধারণ করা হয়!!
- কেন কোর্স গুলো মানসম্মত নয়?!
- কীভাবে এ সমস্যা গুলোর সমাধান সম্ভব!?
- জাতি হিসেবে আনাদের করণীয়! 
 
 
🚩 " কোর্স ফি নির্ধারণ যেভাবে হয়! "
মূলত একটি কোর্স তৈরীতে সেই Instructor, Course Management Team, Authority এবং মার্কেট এর চাহিদা সকল কিছুর উপর নির্ভর করে সেই কোর্সের ফি নির্ধারণ করা হয়। সেক্ষেত্রে যদি Instructor সেই প্রতিষ্ঠানের ই বেতনভুক্ত হন তবে সেক্ষেত্র তাঁকে প্রতিমাসে স্যালারি সহ সেই কোম্পানি ম্যানেজ করতে গিয়ে যে পরিমাণ অর্থের জোগান দেওয়ার প্রয়োজন পরে সেসব কিছুই বর্তায় কোর্সে অংশগ্রহণকারী Learners দের উপর।
তাই মূলত - লাইভ কোর্স গুলোর কোর্স ফি এবং Content Based কোর্স গুলোর কোর্স ফি ভিন্ন হয়ে থাকে। 
 
💥 লাইভ কোর্স গুলোয় ফি বেশি রাখার কারণ -
লাইভ কোর্স গুলোয় মূলত Instructor কে নির্ধারিত সময়েই তার শিক্ষার্থীদের সাথে অনলাইন / অফলাইনে সরাসরি ক্লাস গুলো নিতে হয়। এতে করে সেই সময়টি পুরোটাই Fixed Schedule বলা চলে.. সেই নির্ধারিত সময়ের মাঝেই Live Support সহ সরাসরি Instructors দের কাছ থেকেই শেখার সুযোগ থাকে। তাই কোর্স ফি টাও Content Based Course থেকে তুলনামূলক বেশি রাখা হয়।
 
💥 Content Based Course গুলোর ফি বেশি রাখার কারণ -
মূলত Content Based কোর্স গুলো কোনো নির্ধারিত প্ল্যাটফর্মে Publish করা হয়। সেটা হতে পারে নিজস্ব প্ল্যাটফর্ম কিংবা International Learning Platform.
International Learning Platform গুলোয় পাবলিশ হওয়া কোর্স গুলো মূলত তুলনামূলক ফি কম রাখা হয় নিজস্ব প্ল্যাটফর্মের তুলনায়। কেননা সেক্ষেত্রে নিজেদের প্ল্যাটফর্ম হলে Course Management, Hosting, Security সহ নানা ঝামেলায় হাজার হাজার ডলার প্রতিবছর খরচ করতে হয়। কিন্তু অন্যের Platform (যেমন Udemy, Tutorials Point, বহুব্রীহি ইত্যাদি) তে নিজেদের কোর্স যখন Instructor গণ
পাবলিশ করেন সেক্ষেত্রে তারা কেবল সেই কোর্সের Enrollment এর কমিশন পেয়ে থাকেন। এতে Instructors দের নিজস্ব Risk নাই বললেই চলে। কিন্তু যারা নিজস্ব প্ল্যাটফর্ম সহ নিজস্ব কমিউনিটি তেই Instructors দের মাধ্যমে কোর্স করিয়ে থাকেন তাদের Website এর Servicing cost সহ সেই পুরো প্যানেল এর খরচ বহন করতে হয় বলেই কোর্স ফিও বেশি রাখা হয়৷ 
 
🚩 "কোর্স গুলো কেন মানসম্মত নয়!? "
এ দেশে চলমান কোর্স গুলো অবশ্যই বাংলা ভাষায় হবে এটাই স্বাভাবিক। কিন্তু পর্যাপ্ত অভিজ্ঞতা ও কোর্সে থাকা বিষয় গুলো নিয়ে গভীর ধারনার অভাব সহ কোনো রকমে মার্কেট প্লেস নিয়ে ভুলভাল অভিজ্ঞতা শেয়ার করা সহ বিভিন্ন কারণে কোর্স গুলো মানসম্মত নয়৷
গত পরশুদিন কানাডা থেকে একজন প্রবাসী আমাকে ফেসবুক পেইজ এ নক করে জানান " বাংলা ভাষায় যে ক্লাস গুলো করাচ্ছি তা প্রশংসনীয়, ধাপে ধাপে এগিয়ে গেলে তিনি আশা করেন একসময় দেশের বর্তমান প্রেক্ষাপট এর পরিবর্তন ঘটবে "
এটা নিতান্তই আমার কাছে গর্বের হলেও জাতি হিসেবে আমার কাছে লজ্জাজনক৷ কেননা ২০২২ এ এসেও আমরা আমাদের Tech Field এ এগুতে পারছিনা শুধুমাত্র যথাযথ গাইডলাইন, রিসোর্স ও সহযোগিতার অভাবে। বাংলাদেশে অনেকেই Expart রয়েছেন বিভিন্ন Tech Field এ, কিন্তু যোগ্যতাসম্পন্ন পথ প্রদর্শক আছেন ক'জন?
কেবল নিজেরা এগিয়ে গেলে হয়তো দেশ এর সুনাম বৃদ্ধি পাবে, কিন্তু সবাইকে নিয়ে এগুলে বাড়বে দেশের অর্থনৈতিক পরিপূর্ণতা।
কোর্স গুলো মানসম্মত না হওয়ার পেছনে আরেকটা বিষয় তুলে ধরতে চাই যা আজ অবধি Open Secret হিসেবেই চলছে কিন্তু থামানোর কেউ নেই, কেননা পুরো System টাই Vulnerable !!
চলুন আমি আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে -
আমি গত ২০১৯ এর মাঝামাঝি থেকে আপনাদের মাঝে বাংলাদেশ এ প্রথমবারের মতো সম্পূর্ণ ফ্রিতেই ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি বিষয়ক বিষয় গুলো YouTube এ তুলে ধরার চেষ্টা করি। ধীরে ধীরে ফ্রিতেই কোর্স ও ক্লাস সহ বিভিন্ন গাইডলাইন ও রোডম্যাপ শেয়ার করে এসেছি আপনাদের সাথেই.. কখনও এমন হয়নি যে - একটা কোর্স এর ৪-৫ টা ক্লাস ফ্রিতে করিয়ে সেই কোর্সটি হঠাৎ পেইড হিসেবে ঘোষনা করেছি!! বরং নিজেদের করানো javascript for Hacking পেইড কোর্সটিও সম্পূর্ণ ফ্রিতেই আপনাদের মাঝে ছড়িয়ে দিয়েছি। এজন্য নিজের সময় ব্যয় করে সম্পূর্ণ ফ্রিতে শিখিয়েও কতিপয় কিছু তাবিজ ব্যবসায়ী ও কোর্সের নামে চালানো রমরমা ব্যবসায়ীদের আঁতে ঘাঁ লেগেছিল এবং ৫০ হাজার+ Subscribers এর সেই চ্যানেলটি তারা অনবরত রিপোর্ট করায় ২০২১ এর মে মাসে YouTube থেকে Suspend করে দেয়!! Community Violation এর জন্য আর নতুনভাবে YouTube এ হ্যাকিং বিষয়ক কন্টেন্ট শেয়ার করা সম্ভব হয়নি নতুন চ্যানেলেও৷ 
 
তবুও যেন বন্ধ না হয় আপনাদের শেখার পথচলা, তাই একটা Secured Platform খুঁজি যেন আপনাদের মাঝে সাইবার সিকিউরিটি বিষয়ক সঠিক রোডম্যাপ পেয়ে শেখার যে আগ্রহ তৈরী হয়েছে তা যেন নষ্ট হয়ে একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হবার স্বপ্ন পূরণ করতে ব্যর্থ বা হন। 
 
তাই সেই মে মাসেই যাত্রা শুরু করলাম Udemy তে। সেখানে Upload করলাম আমাদের করানো সেই ফ্রি ক্লাস গুলো ৩ টি কোর্স আকারে সাজিয়ে।
1. Ethical Hacking for Essentials ( যারা বিগিনার তাদের জন্য)
2. Introduction to Python for Hacking (যারা পাইথন এর মাধ্যমে হ্যাকিং টুল্স গুলো Develop করার হাতেখড়ি করতে চান তাদের জন্য)
3. Introduction to Cyber Security ( Network Pentesting Basic কিছু বিষয় সহ পুরো হ্যাকিং জগতের রোডম্যাপগুলো সেই কোর্সে রাখা হয়) 
 
কোর্স রিলিজ এর পর প্রতিটি কোর্সেই Free Enrollment এর সুযোগ দিই যেন ফ্রি কুপন ব্যবহার করে কোর্সগুলোতে এনরোল করতে পারেন + কোর্স শেষে সার্টিফিকেট পেয়ে শেখার আগ্রহ বাড়াতে পারেন৷
কিন্তু সেখানেই বাঁধে বিপত্তি!! কিছু তাবিজ ব্যবসায়ী সেই কোর্সগুলোতে এনরোল করে তা Sell করতে শুরু করে!! আমার দেওয়া ফ্রি কোর্স গুলো বিক্রির হিরিক পরে যায় তাদের মাঝে!!
ভালো কিছু করলে এ দেশে ভাল থাকা যায় না.. মানসম্মান নিয়ে বাঁচা মুশকিল যতক্ষণ না পর্যন্ত আপনি সেসব ব্যবসায়ীদের ব্যবসায় লস ঘটান!!
আমি হয়তো Best Intructor নই, তবে I know the Best Way to Survive.
তাই দেশের মানুষের কথা ভেবে সেই ফ্রি সুযোগ কমিয়ে রাখলাম একদমই কম খরচে কোর্সে রেজিষ্ট্রেশন এর সুযোগ!!
যেখানে Same Modules / Syllabus এর কোর্স গুলো এ দেশে হাজার হাজার টাকায় করতে হয়, সেখানে আমার করানো সেই কোর্স গুলোর ফি রাখলাম মাত্র পাঁচশত টাকা!!
এখন আপাদত কোর্স তৈরী করার সময় কম থাকায় আমি আপনাদের শেখার সুবিধার্থে মাত্র একশত টাকার বিনিময়ে সাপোর্টিভ ৬ মাসের Learning Mission এর যাত্রা শুরু করি।
আমার শিক্ষার্থীদের রিভিউ গুলো দেখতে পারেন -
 
এতে করে তাবিজ ব্যবসায়ীদের বেশ ভালোই আটকানো যাবে ভেবেছিলাম, কিন্তু বলে না? - এক মাঘে শীত যায় না!! আমার সাথেও ঘটলো Same.
যে দেশের মানুষের জন্য এখন নিজের Engineering শিক্ষাজীবন এর শেষ সেমিষ্টার ফাইনাল পরীক্ষা চলাকালীন সময়েও সহযোগীতা করে গেলাম কার শেখায় কী সমস্যা সল্ভ করতে!! সেই আমাকেই সেই শুরু থেকে টার্গেট এ রাখা একটা অসাধু চক্র পুনরায় সেই Class গুলো লিক করে দেওয়ার চেষ্টা করে।
তারা হয়তো ভাবছে এতে আমাকে চাপে ফেলা সম্ভব!! কিন্তু তারা নিজেরাও হয়তো জানে না তাদের এই কাজের পর দেশের মানুষের মাঝে কতটা বিরুপ প্রভাব পরতে চলেছে!!
সমস্যাটা হলো Secure প্ল্যাটফর্ম ব্যবহার করা হলেও যদি কেউ ইচ্ছাকৃতভাবে রিসোর্স গুলো Publicly শেয়ার করে সেক্ষেত্রে তার নৈতিকতার প্রশ্ন আসে।
রিসোর্স গুলো বাইরে ছড়িয়ে দেওয়া সেই লিচার এর বক্তব্য হলো রিসোর্স গুলো ফ্রিতে কেন দেওয়া হচ্ছে না?
কিন্তু আমি তো যে সিলেবাস ফলো করা হবে তা আগেই Publish করেছি.. ফ্রি তো ছিলই. কিন্তু তাবিজ ব্যবসায়ীদের Scam থেকে বাঁচাতেই এত অল্প টাকায় হলেও রেজিষ্ট্রেশন ফি রাখা হচ্ছে! এমনকি মিশনের মডিউল গুলো আলাদাভাবে নিয়মিত সাপ্তাহিক দেওয়া হচ্ছে যেন যারা শিখবেন তাদের একটা আগ্রহ থাকে যে " এ সপ্তাহে আমাকে কতটুকু শেষ করতে হবে "
এই যে টার্গেট নিয়ে এগুনোর অভ্যাস + সময় নিয়ে হলেও চেষ্টা করা - এটা ফ্রিতে হলে কেউ করতেন?
যতই পিছিয়ে পরেন তবুও একটা নেশা কাজ করে যে " থেমে যাওয়া যাবে না "
মাত্র একশত টাকার জন্য জাতি মিশনের মাধ্যমে যে সাপোর্ট টা পাচ্ছেন Discussion করার এবং সমস্যা সমাধান করার... এই সুযোগ টা নষ্ট করে সে নিজেকে দেশ প্রেমীক ভাবতে শুরু করেছে
সত্যি বলতে জাতির যে কত বড় ক্ষতি করছে তা সে নিজেও জানেনা .. রিসোর্স সবার কাছেই থাকে, কিন্তু শেখার আগ্রহ সবসময় থাকে না।
আমাদের YouTube Channel এ যখন ফ্রিতে কোর্স গুলো করানো হতো তখন এরাই পিছনে লেগে সবার শেখার আগ্রহ ও প্ল্যাটফর্মকে নষ্ট করেছে.. এবার আাবার পেছনে লেগেছে!
কতটা Immature হলে সে এভাবে নিজের Ego কে Satisfy করতে দেশের মানুষের ক্ষতি করে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
সে হয়তো ভাবছে ফ্রি তে রিসোর্স শেয়ার হলেই সবাই ফ্রিতে শিখে যাবে, কোর্সে কেউ যুক্ত হবে না।
ভাই রে, রিসোর্স কী অনলাইনে Available ছিল না? সেগুলো গুছিয়ে সবার মাঝে দেওয়ার হলে এতদিন তার দেশ প্রেম কোথায় ছিল? আর যারা রিসোর্স পেয়েও শিখবে না, শুধু মনে মনে শান্তি নেবে " রিসোর্স আছে! " তারা ই তো শেখা ও প্র্যাকটিস এর সাপোর্ট না পেয়ে একসময় তাবিজ ব্যবসায় নামে।
আফসোস, কেউ কেউ আবার তাদের সমর্থনও করছেন।
অনলাইন এ শেখার চেয়ে Best কোনো Way নেই, তবুও যারা সাপোর্ট খুঁজেন, বাংলায় শিখতে চান.. তাদের জন্যই এতকিছু করা তাও আবার নামমাত্র মূল্যে!!
তো, এটা কেবল আমার ঘটনা শেয়ার করলাম.৷ যেখানে গত ২০১৯ থেকে আমি জাতির সহযোগীতায় এগিয়ে এসে নিজেই লজ্জিত!! এমন ঘটনা গুলো অহরত ঘটছে বিভিন্ন কোর্স লিক হওয়া কিংবা Instructor দের ইচ্ছেশক্তিকে নষ্ট করার মাধ্যমে।
এ বিষয়গুলো পরিবর্তন প্রয়োজন, ভুল শেখালো ভুল গুলো নিয়ে মন্তব্য করুন। কিন্তু ব্যবসায়ীক মানসিকতা কে পুঁজিভূত করে অহেতুক পেছনে লেগে জাতির ক্ষতি করা থেকে বিরত থাকুন।
তাহলেই কোর্স করাতে অনেকেই আগ্রহী হবেন, গুণগত মানসম্পন্ন কোর্স গুলোর মাধ্যমে দেশ ও জাতি বিশ্বমানের শিক্ষণীয় প্ল্যাটফর্ম তৈরীতে ভুমিকা রাখবে৷
অন্যদের কোর্স লিক করে কিংবা তাবিজ ব্যবসা করে নয়, বরং নিজের যোগ্যতা থাকলে এগিয়ে আসুন নিজেদের শেখানোর ইচ্ছেকে মূল্যায়ন করে। প্রয়োজনে একটি নিরপেক্ষ সংগঠন তৈরী করুন এ দেশে যেখানে পরীক্ষা দিয়ে যোগ্যতার বিবেচনায় Instructor হবার সুযোগ পাবেন। 
 
_____ Sakib Haque Zisan 
Chief of Team, Bengal Black Diamond - A Gray Hat Hacker's Community in Bangladesh.  

Post a Comment

0 Comments