Learn Programming Languages (All Bengali Resources)

 

দেশে প্রোগ্রামিং শেখার সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট কোনটি?

বাংলায় যত প্রোগ্রামিং শেখার রিসোর্স আছে তা এক জায়গায় নিয়ে করা আছে এই রিপোজেটরিতে

👉 https://github.com/me-shaon/bangla-programming-resources

সহজ কথায় প্রোগ্রামিং শিখতে হাকুশ পাকুশের জুড়ি নেই। এটি একটি জনপ্রিয় সাইট।
হুকুশ পাকুশের প্রোগ্রামিং শিক্ষাঃ https://hukush-pakush.com/

বাংলায় প্রোগ্রামিং শিখতে পাইথন আর সি এর বিকল্প নেই। সহজ বাংলায় প্রোগ্রামিং শিখতে আপনি দেখতে পারেন তামিম শাহরিয়ার সুবিনের সাইট। আমাদের প্রজন্মের প্রায় সবারই এই সাইট দিয়ে শুরু প্রোগ্রামিং। তাই সবচেয়ে জনপ্রিয় বলাই যায় একে।

সি এর জন্যঃ কম্পিউটার প্রোগ্রামিং বইঃ https://cpbook.subeen.com/

পাইথন এর জন্য: পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখার ফ্রি বাংলা বইঃ http://pybook.subeen.com/

বাংলায় প্রোগ্রামিং ও সফটওয়্যার ডেভেলপমেন্ট শেখার ওপেনসোর্স কোর্স পাইথন, জাভা, সি, পিএইচপি, জাভাস্ক্রিপ্টি, গো, মেশিন লার্নিং সহ নানা প্রোগ্রামিং বিষয়ের একটি সাইট হল হাউ টু কোডঃ https://www.howtocode.dev/

খান একাডেমীতে বাংলায় পাবেন বিশ্বের সেরা টিউটোরিয়াল গুলি

কম্পিউটার প্রোগ্রামিং | কম্পিউটিং | খান একাডেমিঃ https://bn.khanacademy.org/computing/computer-programming

_____ জুবায়ের সাঈদ লিনাস (Jubair Sayeed Linas)
সফটওয়্যার প্রকৌশলী

#Happy_Learning
#Stay_Safe
#Stay_Secure

Post a Comment

0 Comments