আপনি জানেন কী?
সাইবার সিকিউরিটির ফিল্ডে যারা ফ্রিল্যান্সিং করেন, তারা মূলত ফাইভার বা আপওয়ার্ক.. এসব Freelancing Market places গুলোয় কী কাজ করে থাকেন?
বিভিন্ন আকর্ষণীয় ও চমকপ্রদ Advertisements ও সাক্ষাৎকার এ দেখা যায় দেশের অনেকে ৩-৪ মাসের কোর্স করেই সাইবার সিকিউরিটি ফ্রিল্যান্সার হয়ে যান..
( N.B. - Sharing Post With due Respect)
বলতে চাচ্ছি, এ বিষয়ে আপনি জানেন কী?
চলুন আজ একটু অভিজ্ঞতা শেয়ার করি...
ঐসব ভিডিও ও চমকপ্রদ অ্যাড দেখে আমারও জানার শখ হয় মূলত ফ্রিল্যান্সিং ম্যাকেট প্লেস গুলোয় কী করে থাকেন " ইথিক্যাল হ্যাকার " রা?
তো, এটা নিয়ে গবেষণা করতে গিয়ে বেশ কিছু বিষয় আমার নজরে আসে... ব্যক্তিগত ভাবে Upwork এ আমার একাউন্ট রয়েছে।
আপনি যদি সেখানে Job Section এ সার্চ দেন সাইবার সিকিউরিটি লিখে বা এ বিষয়ক কী কী অফার আসে Clients দের থেকে তাহলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে।
আপনি যদি জানতে চান কীভাবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোয় যাত্রা শুরু করবেন তবে গাইডলাইন হিসেবে এ ভিডিওটি দেখতে পারেন -
এবার বিস্তারিত যাওয়ার আগে বলে নিই মূলত ফ্রিল্যান্সিং কী? এবং সাইবার সিকিউরিটি ফিল্ডে কীভাবে কী ধরনের ফ্রিল্যান্সিং হয়?
প্রথমত - ফ্রিল্যান্সিং বলতে স্বাভাবিক ভাবে বলতে যা বোঝায় তা হলো " নিজের দক্ষতার মধ্য দিয়ে কোনো Client এর প্রয়োজনে সেই Required Tasks গুলো টাকার বিনিময়ে করে দেওয়া, এটা একটা পার্ট টাইম ইনকাম প্রসেস বলা যায়.. কেউ কেউ প্রফেশনাল হিসেবেই ফ্রিল্যান্সিং কে গ্রহণ করে থাকেন.. তবে সেক্ষেত্রে সময়ের সাথে সাথে আপনার দক্ষতা ভালো থাকলে আপনার Clients + Income বেশি আসার সম্ভাবনা থাকে। এখন এই ফ্রিল্যান্সিং হতে পারে যেকোনো সেক্টরেই, যেকোনো ফিল্ডে। এই যেমন ধরুন আপনি বেশ গুছিয়ে কথা বলতে পারেন, তাহলে আপনি Voice cover করেও ফ্রিল্যান্সিং করতে পারেন। "
এবার আসি সাইবার সিকিউরিটিতে কী ধরনের ফ্রিল্যান্সিং হয়ে থাকে.. যদিও পোস্টে দেওয়া নিচের ছবি গুলো দেখে আশা করি টুকটাক ধারনা পেয়ে গিয়েছেন।
১. Data Security
২. Web Security
৩. Network Security
৪. Cloud Security
৫. System Security
৬. Blockchain.
এই ৬ টাই মূল সেগমেন্ট, এসবের উপর ভিত্তি করে কেউ হয়ে থাকেন Bug Hunter, ( স্বল্প শব্দে - কোনো সিস্টেম এর Bug বা Vulnerability খুঁজে বেড় করে সেটা ফিক্স করে থাকেন)
এতক্ষণ যা বললাম সব হলো Professional Cyber Security Expertise. এই লেবেল এ পৌঁছাতে প্রচুর প্র্যাকটিস ও Skill এর প্রয়োজন.. যা ৩ মাসে সম্ভব নয়।
এবার আসি ৩ - ৪ মাসের করানো কোর্সে কী কী শেখানো হয় যে এতটা Hype তৈরী হয়েছে আপনাদের মাঝে।
কোনো এক ভাবে Leak হওয়া ২ টি প্রতিষ্ঠানের ( I ain't disclose the Name of those organisations) দেশীয় ইথিক্যাল হ্যাকিং এর কোর্স আমার নজরে আসে.. আগ্রহবশত ক্লাস বা কন্টেন্ট গুলো দেখতে শুরু করি...
তারপর আবারও ফিরে যাই Upwork এ বিশ্লষণ করার জন্য মূলত কোর্সে শেখানো বিষয়গুলোর সাথে মার্কেটপ্লেস কতটা মিল বা অমিল খুঁজতে।
মূলত Freelancing মার্কেটপ্লেস গুলোয় বেশিরভাগ Clients রা আসেন নিজেদের সমস্যা গুলোর সহজ সমাধান পেতে.. তাই Maximum Job posts চোখে পরে Social media accounts recovery, Data recovery, Cyber Security based Content Writer, Trainer ইত্যাদি বিষয়ে। দেশীয় কোর্স গুলোও এসবেই বেশি জোর দিচ্ছে..
মার্কেটপ্লেস এ তেমনই সার্চ দেওয়ার পর যা কিছু পেলাম তা নিচের ছবিগুলো দেখেই বুঝতে পারবেন..
খুব ই বেসিক Maximum Tasks মূলত অফার হিসেবে দেখতে পাবেন, যেহেতু Clients দের সমস্যার সমাধান ই ফ্রিল্যান্সিং এর মূল পরিধি.. তাই তাদের নিত্যকার সমস্যা গুলোরই Offer বেশি দেখা যায়।
এখন এসব সল্ভ করতে না লাগবে আপনার Programming এর Proper ধারনা, আর না প্রয়োজন পরবে High Skill.
মূলত কয়েকটা পরিচিত Tools এর ব্যবহার ও Script kiddie হলেই সহজে সমাধান করা যায়. যা দিয়ে টুকটাক আয়ের পরিমাণ দাঁড়ায় লাখ খানেক।
But, it's not a Professional Way. এখন স্বীদ্ধান্ত আপনার -
একজন প্রফেশনাল Offensive / Defensive Security expert হবেন না কী তথাকথিত Script Kiddie হবেন?
মনে রাখবেন - সাফল্যের কোনো শর্টকাট Way হয় না, আর একজন Professional Cyber Security Expert হতে কাঠখড় পোড়াতেই হবে..
An article on Cyber security Freelancing,
Written by, Sakib Haque Zisan
Chief of Team, Bengal Black Diamond





0 Comments