আমাদের দেশে আনাচে কানাচে হ্যাকিং কোর্স এর ছড়াছড়ি! Maximum institutions এর ই লক্ষ্য থাকে "টাকা কামানো!"
আমি কাউকে ছোট করছি না, কেবল একটা সামাজিক প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করছি..
আমরা হ্যাকিং শব্দটা কেই ভুল ব্যাখ্যা দিয়ে নষ্ট করে ফেলেছি.. "ইথিক্যাল হ্যাকিং কোর্স" নাম শুনলেই যত্রতত্র ঝাপিয়ে পরছি.. অথচ খেয়াল করলে দেখবেন ঐ কোর্স গুলোর Maximum Instructors রা ই হ্যাকিং / সাইবার সিকিউরিটির সাথে সরাসরি যুক্ত না, কেবল সে যা জানে তা ই সিলেবাস বানিয়ে হাজার টাকায় করিয়ে নিচ্ছে "Ethical Hacking Course! "
সচেতন হোন..
দেশে সাইবার সিকিউরিটি এক্সপার্ট তৈরী না হবার পিছনে মূলত ৪ টি কারণ দায়ী বলে আমি মনে করি...
১. পর্যাপ্ত Resource এর অভাব,
২. সঠিক গাইডলাইন্স এর অভাব,
৩. শুদ্ধ সাইবার সিকিউরিটি / ইথিক্যাল হ্যাকিং সম্পর্কিত ধারনার অভাব,
৪. ধৈর্য্যের অভাব।
এখন আপনি ই বলুন... এ অবস্থার জন্য দায়ী আমরা নিজেরাই নই কি??
আপনি ই ভেবে দেখুন.. নিশ্চয় ই অন্য কোথাও কোর্স করার পরও Bengal Black Diamond এ যুক্ত আছেন কেবল সঠিক ধারনা পেয়ে অতীতের নষ্ট হওয়া সময়ের প্রায়শ্চিত্ত করতে, যেন সাইবার সিকিউরিটি তে সুন্দর একটা ভবিষ্যত গড়ে তুলতে পারেন।
আপনাদের মাঝে এখনও যারা ফেসবুক হ্যাকিং, Wi-fi Hacking এর চিন্তা মাথায় রাখেন, তাদের শর্টকাট way তে হ্যাকার হবার বাসনা কেবল Movie দেখে কিংবা পাশের বন্ধুর দ্বারা বোকা বানানোর প্রযুক্তিগত ট্রিক্স দেখে অবাক হবার পর নিজেও হ্যাকার হবে - এ স্বপ্ন বাসা বেঁধেছেন।
কিন্তু Hacker / Cyber Security Specialist এর বিশালতা আপনি কল্পনাও করতে পারবেন না।
তাই বলি, সময় থাকতে শুধরে নিন!! ইচ্ছে টা যতক্ষণ না Passion এ পরিণত হবে, ততক্ষণ অবধি কিছুই শিখতে পারবেন না। দু একটা সাইট ডিফেস আর অন্যকে ফিশিং করে পাসওয়ার্ড মারলেই হ্যাকার হওয়া যায় না। সঠিক মানুষ দের কাছে, সঠিক উপায়ে দিক নির্দেশনা নিয়ে নিজেই শেখার চেষ্টা করুন।
কেবল Mask লাগালেই হ্যাকার হওয়া যায় না, মাস্ক ব্যবহারকারীর মাথায়ও কিছু থাকতে হয়..
আর যারা বুঝতে পারছেন না কীভাবে শুরু করবেন... তাদের বলে রাখি 👉 এটা নতুন দের জন্য মহামূল্যবান সাজেশন 👇👇
Link: https://cutt.ly/VnZ3qgJ
Article - Sakib Haque Zisan
Team owner,
Bengal Black Diamond
Gray Hat Hacker's Community 🏁
© Copyright - Bengal Black Diamond ( Copyright Act 2000, Digital Security Act - BD Govt.)
#Happy_Learning
#Stay_Safe
#Stay_Secure
2 Comments
masha Allah... well said I'm agreed 🤝
ReplyDeleteI Love You Boss,
ReplyDelete